Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮: মেহেদী হাসান (জবি প্রতিনধি): জগন্নাথ বিশ^বিদ্যালয় (জবি) ছাত্র ফ্রন্টের ৪র্থ সম্মেলনে কিশোর কুমার সরকারকে সভাপতি ও গোলাম রাব্বীকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার দুপরে জবি ভাস্কর্যের সামনে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ¯েœহাদ্রী চক্রবর্তী রিন্টু। সদ্য সাবেক সভাপতি মেহরাব আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কিশোর কুমার সরকারের পরিচালনায় সম্মেলনে সম্পন্ন হয়। 
সকাল ১১.৩০ উদ্বোধনের পর একটি সুসজ্জিত র‌্যালি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভাস্কর্য এসে শেষ হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
কমিটিতে স্থান পাওয়া বাকি সদস্যবৃন্দ হলেন সহ-সভাপতি প্রসেনজিত সরকার, সাংগঠনিক সম্পাদক সমিত ভৌমিক, দপ্তর সম্পাদক অনিমেষ রায়, অর্থ সম্পাদক ধীমান কুন্ডু, প্রচার ও প্রকাশনা সম্পাদক কৌশিক আহম্মেদ, স্কুল বিষয়ক সম্পাদক তপু সরোয়ার, পাঠাগার বিষয়ক সম্পাদক হারূন অর রশিদ, বিজ্ঞান বিষয়ক সম্পাদক শান্তনা কুন্ডু, সাহিত্য বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক বাবলু,  সমাজকল্যান বিষয়ক সম্পাদক  শরিফুল ইসলাম, ক্রিয়া বিষয়ক সম্পাদক স্মরণ দাস, সদস্য  তিথী  চক্রবর্তী,  গোধূলী আহম্মেদ, সজল রবি দাস, সাজ্জাদ হোসাইন।
সম্মেলনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১২ বছর অতিক্রান্ত হলেও নানা সংকট নিয়ে চলছে ২১ হাজার শিক্ষার্থীর প্রাণ প্রিয় এই শিক্ষা প্রতিষ্ঠান। ২০১৬ সালে প্রধানমন্ত্রীর ঘোষণার পরও উদ্যোগহীনতার অভাবে বাস্তবায়িত হয়নি পূর্ণাঙ্গ বিশ^বিদ্যালয়ের রূপ।
বক্তারা অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্যান্টিনের অবস্থা বেহাল। খাবারের নি¤œমান অথচ বেশি দাম যা শিক্ষার্থীদের জীবনকে দুর্বিসহ করে তুলেছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল পরিবহনের ডাবল ট্রিপ চালু করা। কিন্তু প্রশাসন নানা অজুহাত দেখিয়ে পরিবহনে ডাবল ট্রিপ চালু করেনি। অথচ বাণিজ্যিক সান্ধ্যকালীন কোর্সের শিক্ষার্থীদের জন্য রাত্রিবেলা বাসের ব্যবস্থা করা হয়েছে। সংকট নিরসনের চেষ্টা প্রশাসনের না থাকলেও তারা বাণিজ্যিক সান্ধ্যকালীন কোর্স চালু করে বিশ্ববিদ্যালয়কে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করেছে।