খােলা বাজার২৪। বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮: দল ঘোষণার সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনও এই কথাটাই বলেছিলেন। জানিয়েছিলেন, ৬ মার্চ কলম্বোতে শুরু নিদাহাস টি-টোয়ন্টি ট্রাইনেশনের একটি-দু’টি ম্যাচ মিস করতে পারেন সাকিব আল হাসান। বিসিবির ক্রিকেট কমিটির চেয়ারম্যান আকরাম খানের কথায়ও বুধবার বিসিবি প্রধানেরও কথার প্রতিধ্বনি। তবে তার কথায় একরকম নিশ্চিত যে শ্রীলঙ্কার আসরের প্রথম ম্যাচে খেলা হচ্ছে না বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়ন্টি অধিনায়কের।
‘চেকআপ করতে থাইল্যান্ড গিয়েছে, আজকে (বুধবার) আসার কথা। আসার পর বলা যাবে।’ আকরাম খান সংবাদমাধ্যমকে মিরপুরে এদিন জানিয়েছেন, তবে ও তো দলের সাথে যাচ্ছে। ইনশাআল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে হয়তোবা একটা দুইটা ম্যাচ মিস করতে পারে। আশা করছি ওর খেলার সম্ভাবনা আছে।’
এরপরই তার সংশয়, ‘প্রথমটা হয়তোবা।’ টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ মার্চ। ভারত প্রতিপক্ষ।
গত মাসে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিং করার সময় বোলিং হাতের ইনজুরিতে পড়েন সাকিব। দুই আঙুলের মাঝের হাঁড় বেরিয়ে পড়েছিল। ফাইনালে আর ব্যাট করা হয়নি। বাংলাদেশ হেরেছিল। এরপর অস্ত্রোপচার হয়। সম্প্রতি সেলাই খোলার পর বোলিংয়ে ফিরলেই ব্যাটিংয়ে মোটেও সাবলীল ছিলেন না।
দুদিন আগে সাকিব থাইল্যান্ডে গেলেন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে। আকরাম বুধবারের কথা বললেও বিসিবির প্রধান চিকিৎসক জানিয়েছেন, বৃহস্পতিবার দেশে ফিরবেন সাকিব। কিন্তু নিদাহাস ট্রফিতে সাকিবের খেলা নিয়ে সংশয়টা উড়ে বেড়াচ্ছে। এবার আকরাম খানের কথাতে অনেকটাই নিশ্চিত, টুর্নামেন্টের শুরুর ম্যাচটাতে মাহমুদউল্লাহকেই বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দেখা যাবে।