খােলা বাজার২৪। বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮: অবিলম্বে ২০ দলীয় জোটনেত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে দায়েরকৃত সকল মিথ্যা ও হয়রানী মামলা প্রত্যাহার এবং প্রতিহিংসার রায় বাতিল করে নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টি।
অাজ (বুধবার) একযুক্ত বিবৃতিতে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান, ভারপ্রাপ্ত মহাসচিব প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিন, ভাইস চেয়ারম্যান ভাষাসৈনিক লোকমান হাকিম, মোঃ ফারুক রহমান, অ্যাডঃ অামিনুল ইসলাম রাজু, মোঃ মোসলেম উদ্দিন, জহুরুল হক জহির, মোঃ অামিনুল ইসলাম অামিন ও এস এম ইউসুফ অালী বলেন, সরকার বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনীতি ও নির্বাচন থেকে দুরে রাখতে প্রতিহিংসার রায় দিয়েছে। জনগনের ভোটাধিার কেড়ে নেয়ার নতুন ষড়যন্ত্র ও নীলনকশা বাস্তবায়নের লক্ষে বিরোধী শক্তি নিধন অভিযান চালাচ্ছে। যার সুদুরপ্রসারী পরিনাম হবে ভয়াবহ।
নেতৃবৃন্দ অারো বলেন, সরকার বিরোধী মতের শান্তিপুর্ন কর্মসুচীতে হামলা ও গনপ্রেফতার করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করছে। গনতান্ত্রিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতাকে খর্ব করে সরকার বাকশালী চেতনা বাস্তবায়ন করছে। নেতৃবর্গ অবিলম্বে বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবী জানান। (প্রেস বিজ্ঞপ্তী)