Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮:  প্রথমবারের মত বিমানের চেয়েও দ্রুত গতির যোগাযোগ ব্যবস্থা ‘হাইপারলোপ’ চালু করতে যাচ্ছে ভারত। যার ফলে পুনে থেকে মুম্বাইতে যেতে সময় লাগবে মাত্র ২৫ মিনিট।হাইপারলুপ পাইপলাইনের মতো এমন এক সড়ক যোগাযোগ ব্যবস্থা, যাতে করে মানুষ গন্তব্যে পৌঁছবে বিমানের চেয়েও দ্রুতগতিতে। এখানে টিউবে করে যাত্রী বা পণ্য পরিবহন করা যাবে।

ভার্জিন হাইপারলুপ কোম্পানি জানায়, ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাই ও আইটি হাব পুনের মধ্যকার ১৫০ কিলোমিটার পথ যেতে যেখানে ৩ ঘণ্টা সময় লাগত ‘হাইপারলোপ ওয়ান’ এর কল্যাণে এখন তা লাগবে মাত্র ২৫ মিনিট । কোম্পানির কর্মকর্তা রিচার্ড ব্র্যাডসন বলেন, ইতোমধ্যে হাইপারলুপ ওয়ানের পথ নির্মাণের জন্য মহারাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে।

ভার্জিন ওয়েবসাইট জানায়, এই পথটি পুনের সঙ্গে নেভি মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ও মুম্বাইয়ের সংযোগ স্থাপন করবে। সেই সঙ্গে বছরে ১৫ কোটি যাত্রী এর মাধ্যমে চলাচল করতে পারবে। ব্র্যাডসন বলেন, ‘আমি খুব উল্লাসের সঙ্গে বলছি, এটি শুধুমাত্র কোন যোগাযোগ মাধ্যম নয়, এই প্রযুক্তি ভারতের যোগাযোগ ব্যবস্থার অভাবনীয় উন্নতির পথ তৈরি করবে। পুরোপুরি বৈদ্যুতিক ব্যবস্থার ওপর পরিচালিত ‘হাইপারলুপ’ ৩০ বছরে ৮৬ হাজার টন গ্রীন হাউস গ্যাস হ্রাস করবে।এছাড়া এর ফলে সময় অপচয়, দুর্ঘটনা রোধসহ ৩০ বছরে ৫৫ বিলিয়ন ডলারের সামাজিক-অর্থনৈতিক লাভ হবে।’এনডিটিভি।