Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮:  কারাবন্দি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে দেশব্যাপী নেতাকর্মী ও সমর্থকদের মাঝে লিফলেট বিতরণের প্রস্তুতি চলছে বিএনপিতে। বৃহস্পতিবার (১ মার্চ) এই লিফলেট বিতরণের জন্য এরইমধ্যে কেন্দ্র থেকে পৌঁছে গেছে জেলায় জেলায়। কী থাকছে এই লিফলেটে?

এ বিষয়ে দলের শীর্ষ ও তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিতরণের জন্য তৈরি করা দু’টি লিফলেটের একটিতে সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করা হয়েছে। আরেকটিতে তুলে ধরা হয়েছে খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর ‘পেছনের ষড়যন্ত্র’ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ‘দুর্নীতি’র নানা অভিযোগ।

বিএনপির লিফলেট‘বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি কর্তৃক প্রকাশিত’ প্রথম লিফলেটের শিরোনাম দেওয়া হয়েছে ‘প্রতিহিংসার বিচারে বন্দি; গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের আস্থার প্রতীক দেশনেত্রী খালেদা জিয়ার দেশবাসীর প্রতি আহ্বান’। আর দ্বিতীয় লিফলেটের শিরোনাম ‘শেখ হাসিনার ১৫ হাজার কোটি টাকার দুর্নীতির মামলা প্রত্যাহার/খারিজ বনাম উদ্দেশ্যপ্রণোদিত ভিত্তিহীন মামলায় খালেদা জিয়ার কারাদণ্ড’।

প্রথম লিফলেট কয়েকদিন আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে। এই লিফলেটে মোট নয়টি পয়েন্ট তুলে ধরা হয়েছে।

এতে বলা হয়েছে, ‘দেশের সব প্রথা-প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। কথা বলার অধিকার নেই, গণতন্ত্র নেই, মানুষের ভোটের অধিকার নেই। ১০ টাকা দরে চাল খাওয়ানোর ওয়াদাকে ভাঁওতাবাজি প্রমাণ করে চালের দাম এখন ৭০ টাকা। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম।’

এতে দাবি করা হয়েছে, ‘মানুষের কাজের সংস্থান নেই। চাকরির খোঁজে লুকিয়ে বিদেশ যাওয়ার পথে আমাদের তরুণরা সাগরে ডুবে মরছে।’

লিফলেটটিতে বলা হয়েছে, ‘উন্নয়ন প্রকল্পের ব্যয় পাঁচ-দশগুণ বাড়িয়ে এরা লুটের রাজত্ব কায়েম করেছে। দুর্নীতি এখন লাগামছাড়া।’

দেশে ন্যায়বিচার নেই, ইনসাফ নেই, জনগণের নিরাপত্তা নেই। নারী ও শিশুরা পাশবিক নির্যাতনের শিকার বলেও দাবি করা হয়েছে লিফলেটটিতে।

এতে আরও বলা হয়েছে, ‘দেশে এখন সত্যিকারের সংসদ নেই। তথাকথিত সংসদে নেই প্রকৃত বিরোধী দল। শাসকদের কোথাও কোনো জবাবদিহিতা । বাংলানিউজ