খােলা বাজার২৪।বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮: আগামী ৩ মার্চ শনিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে বেশ কিছু উন্নয়ন কাজের উদ্ভোধন ও বিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। আওয়ামী লীগের আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ারও কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সাজনো হয়েছে জেলা জুড়ে।
প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা খুলনা সফর করবেন তাই উচ্ছসিত নেতাকর্মী ও সমর্থকরা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পুরো জেলা জুড়ে নেওয়া হয়েছে প্রস্তুতি। শহর আর নয় উপজেলায় ছেয়ে গেছে সম্ভাব্য প্রার্থীদের ছবিসহ বেনার ফেস্টুন। জনসভা সফল করতে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে চলছে সভা আর প্রচার মিছিল।
আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এস এম কামাল হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী হয়তো নির্বাচনের আগে সব জায়গায় যেতে পারবেন না। তিনি জনগণের প্রতি আহ্বান জানাবেন নৌকা ও বঙ্গবন্ধুর প্রতি।
জনসভায় সর্বস্তরের মানুষের উপস্থিতির পাশাপাশি আগামী নির্বাচনে করণীয় জানতে সজাগ আছে নেতা-কর্মীরা।
জনসভা স্থলের পাশে ৯৯টি প্রকল্পের উদ্ভোধন করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে ৫২টি নতুন আর ৪৭টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী কি বার্তা দেবেন সে দিকে তাকিয়ে আছে খুলনা বাসী। সূত্র : যমুনা টিভি