খােলা বাজার২৪।বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮: আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দূতাবাস আয়োজিত তিন দিনব্যাপী ইউএস ট্রেড শো ১ মার্চ ২০১৮ বৃহস্পতিবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে উদ্বোধনের পর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর স্টল পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, এমপি ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট।
এসময় ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোঃ মাহবুব উল আলম তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান। ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান হেলাল আহমদ চৌধুরী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মোহন মিয়া ও আবু রেজা মোঃ ইয়াহিয়া এসময় উপস্থিত ছিলেন।