খােলা বাজার২৪। শুক্রবার, ০২ মার্চ , ২০১৮: খালেদা জিয়ার জামিন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তবে সরকার যতই ষড়যন্ত্র করুক না কেন খালেদা জিয়া জামিন পাবেন এবং মুক্ত হয়ে আসবেন বলেও উল্লেখ করে তিনি।
এ ব্যাপারে শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত এক আলোচনা সভায় মওদুদ বলেন, সরকারকে একদিন না একদিন বিদায় নিতে হবে। আমাদের নেতাকর্মীদের সন্দেহজনক কোনো কিছুতে ধরে মামলা দেওয়া হচ্ছে। এদিকে হলমার্ক, ডেসটিনি ও শেয়ারবাজার থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে। এতে কারো বিচার হয়নি। এসময় তিনি সরকারের তীব্র সমালোচনা করেন।
জেল থেকে বের হলে খালেদা জিয়ার জনপ্রিয়তা আরও দ্বিগুণ হবে বলেও উল্লেখ করেন বিএনপির এই শীর্ষ নেতা।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, যুগ্ম মহাসচিব মো. ফরিদ উদ্দিন, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ প্রমুখ।