খােলা বাজার২৪। শনিবার, ০৩ মার্চ , ২০১৮: নিদাহাস ট্রফিতে ভারত ও শ্রীলঙ্কার তুলনায় বাংলাদেশ ঠিক কোথায় অবস্থান করছে? একটু কি পিছিয়ে আছে? এই প্রশ্নের উত্তর খোঁজার আগে এটা জানা জরুরি যে, দুই প্রতিপক্ষের মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে গত মাসেই টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। আর ভারতের বিপক্ষে এখনো টি-টোয়েন্টিতে কোনো জয় নেই মুশফিক-তামিম-মাহমুদুল্লাহদের। তারা অবস্থান করছে তিন নম্বরে। সুতরাং উত্তরটা কী হতে পারে?
একদিন আগে বাংলাদেশ দলের ওপেনার সৌম্য সরকার বলেছিলেন যে, পরিস্থিতি যাই হোক, তিনি বাংলাদেশকে পিছিয়ে রাখতে রাজি নন। তিনি জোর দিয়ে বলেন, আমরা যদি আমাদের পরিকল্পনা অনুসারে খেলি, তাহলে ফলাফল আমাদের পক্ষেই আসবে। তার আগেই যদি আমরা নিজেদের পিছিয়ে রাখি, তাহলে আগেই হেরে যাবো।
সৌম্য যা না করেছিলেন, তাকেই ‘হাঁ’ বলে দিলেন কোর্টনি ওয়ালশ। বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত কোচ মনে করেন, নিদাহাস ট্রফিতে বাংলাদেশ খেলবে আন্ডারডগ হিসেবে। তার মতে, এই আসরে বাংলাদেশের সম্ভাবনা দারুণ। কিন্তু দুই প্রতিপক্ষের তুলনায় বাংলাদেশ খেলবে আন্ডারডগ হিসেবেই।
শনিবার নিদাহাস ট্রফিতে বাংলাদেশের সুযোগ কতোটা, এমন প্রশ্নের উত্তরে ওয়ালশ বলেন, ‘আমি মনে করি বাংলাদেশের খুব ভালো সুযোগ আছে। দুটি মানসম্পন্ন দলের বিপক্ষে আমরা যদিও আন্ডারডগ হিসেবেই খেলবো। আমরা যদি যথেষ্ট ধারাবাহিকতা দেখাতে পারি, তাহলে ফাইনালে যাওয়ার খুব ভালো সম্ভাবনা আছে। আমরা একটা একটা করে ম্যাচ নিয়ে চিন্তা করে এগোবো।’
গুরুত্বপূর্ণ এই আসরে সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। শনিবার দুপুরের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইনজুরির কারণে সাকিব যে খেলতে পারছেন না, তা নিশ্চিত করেছে বিসিবি। তার বদলে লিটন দাসকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথমবারের মতো প্রধান কোচের দায়িত্ব নেয়া ওয়ালশ সাকিবকে হারিয়ে পড়লেন দারুণ চ্যালেঞ্জে মুখে।