খােলা বাজার২৪। রোববার, ০৪ মার্চ, ২০১৮: জনপ্রিয় লেখক ও শাহজালাল বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ গণ সংস্কৃতি দল । গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে দলের সভাপতি গণ সংগঠক এস. আল-মামুন বলেছেন, দেশের জনপ্রিয় লেখক ও শিক্ষাবিদ জাফর ইকবালের উপর হামলা বর্বরোচিত ও কাপুরোচিত।
এই জঘন্য হামলা সর্বেোতভাবে নিন্দনীয়। সমগ্র জাতির আজ খুবই উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত। দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। মুক্তচিন্তার মানুষের ওপর এ ধরনের অব্যাহত হামলায় দেশকে আরো অস্থিতিশীল করে তুলবে। যারা মুক্ত চিন্তা করেন, সাধারণ মানুষের কথা বলেন সরকারকে তাদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে। পাশাপাশি পূর্বের হত্যাকান্ড সমূহের দ্রুত বিচার সম্পন্ন করতে হবে।
এস. আল-মামুন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তার উপর এই হামলার ঘটনাকে কোনভাবেই অপরাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে। অতীতের মত এই হামলাকে যদি রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের জন্য ব্যবহার করা হয় তাহলে প্রকৃত অপরাধিরা আবারো পর্দার অন্তরালে থেকে যাবে এবং জাতির অন্য কোন সন্তান এই ধরনের ঘটনার শিকার হবে।