Tue. May 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। সোমবার, ০৫ মার্চ, ২০১৮:নরসিংদী প্রতিনিধি (মোঃরাসেল মিয়া)উপজেলা পর্যায়ে ওকাপের সমন্বয় সভা ৫ মার্চ চিনিশপুরস্থ ওকাপ কার্যালয়ে অভিবাসী ফোরাম সদস্যদের নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

ওকাপ ঢাকা কার্যালয়ের প্রোগ্রাম ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় সমন্বয় সভায় মতবিনিময় করেন লন্ডন ক্যাফোড ষ্ট্রাষ্টি বোর্ড এর চেয়ারম্যান জন আর্নল্ড বিশপ,ক্যাফোডের ইর্মাজেন্সি ডাইরেক্টর ম্যাথিয়েট কার্টার,লন্ডন ক্যাফোডের প্রোগ্রাম অফিসার টম ডেলামিরি, জনশক্তি অফিসের কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, ওকাপ নরসিংদী কার্যালয়ের ফিল্ড অফিসার বাবুল হোসেন,নরসিংদী প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, সাংবাদিক মোঃ রিয়াজুল ইসলাম, ,আশরাফুদ্দিন মেম্বার, মোঃ বাহাউদ্দিন মাহমুদ,আলী আকবর মেম্বার প্রমুখ।

সমন্বয় সভায় ওকাপের বর্তমান ও ভবিষৎ কার্যক্রম সম্পর্কে এবং সমন্বয় সভায় আগত ব্যক্তিগন তাদের যে যার অবস্থান থেকে কার্যক্রম সম্পর্কে বিদেশী প্রতিনিধিদের অবহিত করেন।