খােলা বাজার২৪। সোমবার, ০৫ মার্চ, ২০১৮: নওগাঁর পত্নীতলায় চুরির অভিযোগে উল্টো করে যুবককে নির্যাতনের ঘটনার মূলহোতা ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ।
রোববার বিকালে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার ভগবানপুর গ্রামের ইজাবুল হোসেনের ছেলে ও আকবরপুর ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের অপারেটর নুরুন্নবী(২৫) এবং গোয়ালি গ্রামে অহিম উদ্দিনের ছেলে গ্রাম পুলিশ মোজাফফর হোসেন। নির্যাতনের শিকার যুবক শফিকুল ইসলাম বাদী হয়ে চারজনকে আসামি করে থানায় মামলা করেছেন।
এদিকে, নির্যাতনে শিকার যুবক শফিকুল ইসলামকে (৩৫) রোববার উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার মাটিন্দর ইউনিয়নের সুরহট্টি মোল্লাপাড়া গ্রামের মৃত অলির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মধইল বাজারে গত শুক্রবার বিকেলে এক ব্যাক্তির পকেট থেকে টাকা চুরির অভিযোগে শফিকুল ইসলামকে আটক করে আকবরপুর ইউনিয়ন পরিষদের সামনে নিয়ে এ অমানুসিক নির্যাতন চালানো হয়। এসময় আদনান রহমান তার ফেসবুক আইডি থেকে সন্ধ্যা ৭টার দিকে ১ মিনিট ১ সেকেন্ডের একটি ভিডিওটি প্রকাশ (আপলোড) করে। এতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভিডিওটি ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, ওই যুবককে প্রথম দুই পা বাঁধা এক ব্যক্তি। তার পর দুই পায়ের মাঝ দিয়ে বাঁশ ঢুকিয়ে দুজনে কাধে নিয়ে যুবককে উল্টো করে উঁচু করে ঝুলিয়ে রাখেন। কালো গেঞ্চি পরিহিত অপর এক ব্যক্তি লাঠি দিয়ে যুবকের পায়ের তালুতে বেধড়ক পেঠাতে থাকেন। এক পর্যায় ওই যুবক লাঠির আঘাতের যন্ত্রণা সহ্য করতে না পেরে নির্যাতনকারী পা জড়িয়ে ধরে কাকুতি মিনতি করেন। এরপরও ওই লোকটি তাকে পেটাত থাকে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহার হোসেন বলেন, গ্রেফতারকৃত নূরন্নবী ও মোজাফফর হোসেনকে সোমবার সকালে আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে ।