Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

খােলা বাজার২৪। সোমবার, ০৫ মার্চ, ২০১৮:  গত সোমবার রাতে সৌদি আরবে রীতিমত রাজকীয় ফরমান জারি করে ৩ নারীকে শীর্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে। সৌদি বাদশাহ সালমান এ নিয়োগ দিয়েছেন। তাদের প্রথম জন হলেন, ড. তামাদর বিনতে ইউসিফ আল-রাম্মাহ যিনি শ্রম ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয়ে উপমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি ব্রিটেনের ম্যানচেষ্টার স্কুল অব মেডিসিন থেকে রেডিওলজি এন্ড মেডিকেল ইঞ্জিনিয়ারিং’এ পিএইচডি করেছেন।

দ্বিতীয় জন হচ্ছেন, অধ্যাপক কাওথার বিনতে মুসা আল-আরবাশ। কিং আব্দুলআজিজ সেন্টার ফর ন্যাশনাল ডায়লগের বোর্ড অব ট্রাস্টির সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক কাওথার। কিং ফয়সাল ইউনিভার্সিটি থেকে বিজনেস এ্যাডমিনেস্ট্রেশন বিষয়ে ব্যচেলর অব আর্টস ডিগ্রি নেন তিনি। অধ্যাপক কাওথার সৌদি আরবের শুরা কাউন্সিলের একজন সদস্য।

তৃতীয় জন হচ্ছেন, ড. ঘাদা বিনতে ঘুনাইম আল-ঘুনাইম। তাকেও কিং আব্দুলআজিজ সেন্টার ফর ন্যাশনাল ডায়লগের বোর্ড অব ট্রাস্টির সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ড. ঘাদা যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ-ইস্ট নোভা থেকে ‘কনফ্লিক্ট এ্যানালাইসিসে’ পিএইচডি করেছেন। আল-আরাবিয়া