খােলা বাজার২৪। সোমবার, ০৫ মার্চ, ২০১৮: মঙ্গলবার থেকে শ্রীলঙ্কায় শুরু হচ্ছে তিন জাতি টি-টুয়েন্টি টুর্নামেন্ট ‘নিদাহাস ট্রফি’। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও স্বাগতিক শ্রীলঙ্কা। বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
স্বাধীনতার ৭০ বছর উদযাপন উপলক্ষ্যে ত্রিদেশীয় এ টুর্নামেন্টটির আয়োজন করেছে শ্রীলঙ্কা। অংশগ্রহণকারী প্রতিটি দল নিজেদের মধ্যে দুইবার করে মুখোমুখি হবে। লিগ রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ১৮ মার্চ ফাইনাল খেলবে। টুর্নামেন্টটির সব ক‘টি খেলা কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। -পরিবর্তন