খােলা বাজার২৪। সোমবার, ০৫ মার্চ, ২০১৮: ইরানের তৈরি বিভিন্ন ধরনের পণ্য পরিচয় ও বিপণনের জন্যে একটি টেলিভিশন চ্যানেল চালু করা হয়েছে। ‘ইরান কালা’ নামে টেলিভিশনটির নামকরণ করা হয়েছে যার অর্থ ‘ইরানি পণ্য’। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আইআরআইবি’ এমডি আব্দোল-আলী আলী-আসগারি বলেন, অর্থনীতিতে গতি সৃষ্টি, কর্মসংস্থান দ্রুত করতে ইরানে তৈরি পণ্য ব্যবহার বাড়ানো হবে এ টেলিভিশনের উদ্দেশ্য।
তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, ব্যবসায়ী যারা কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখছেন তাদের দিকে বিশেষ নজর রাখবে এ টেলিভিশন। যে সব আন্তর্জাতিক প্রতিষ্ঠানে ইরানি বিশেষজ্ঞ কাজ করছেন তাদের উৎপাদিত পণ্য বিনামূল্যে প্রচারের সুযোগ দেবে এ টেলিভিশন। পাবে পণ্য বিজ্ঞাপনের সুবিধা। একই সঙ্গে বিভিন্ন ভাষায় ইরানি পণ্য নিয়ে ওয়েবসাইট চালুর তাগিদ দেন তিনি। এক বছর আগে এধরনের পণ্য টেলিভিশন শুরু করার প্রচেষ্টা শুরু হয় এবং ইতিমধ্যে টেলিভিশনটি ইরানি পণ্য নিয়ে মোট ৫০ হাজার মিনিটের অনুষ্ঠান তৈরি করেছে। তেহরান টাইমস