Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। সোমবার, ০৫ মার্চ, ২০১৮: নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়েও ভেতরে যাওয়ার অনুমতি মিলেনি তার ব্যক্তিগত ডাক্তারদের।

সোমবার দুপুরে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তার স্বাস্থ্য পরীক্ষা করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক অধ্যপক ডা. এ.এস.এম.এ রাহানের নেতৃতে আইজি প্রিজনের কাছে ১২ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক টীম গেলেও অনুমতি দেয়নি আইজি প্রিজন। প্রতিনিধি দলে আরো ছিলেন, অধ্যাপক ডা. সিরাজ উদ্দিন আহম্মেদ, অধ্যাপক ডা. আমিনুল হক, অধ্যাপক ডা. মো. শাহাবুদ্দিন প্রমুখ।

অনুমতি নেয়ার আগে চিকিৎসক প্রতিনিধিরা সাংবাদিকদের বলেন, আপনারা জানেন যে ২৬ দিন খালেদা জিয়াকে পরিত্যক্ত কারাগারে বন্দি করে রাখা হয়েছে। এই ২৬ দিনের মধ্যে আমরা জানি না যে, সেখানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা দেয়া হচ্ছে কিনা। তার স্বাস্থ্য চিকিৎসা পরীক্ষা করার জন্য এসেছি।

তারা বলেন, আমরা এমনকি সমগ্র জাতি তার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন। এখানে অনেক ডাক্তার এসেছি যারা বিভিন্ন সময়ে চেয়ারপারসনের চিকিৎসায়য় নিয়োজিত ছিল। আমরা তার স্বাস্থ্য পরীক্ষা শেষে তবেই ফিরবো।

এর পরপরই তারা আইজি প্রিজনের কাছে অনুমতি নিতে যান। তবে আইজি প্রিজন তাদের ভেতরে যাওয়ার অনুমতি দেয়নি।