Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ০৬ মার্চ, ২০১৮: দলের পোস্টার বয় ও নির্ভরযোগ্য তারকা নেইমারকে ছাড়ায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগ খেলতে হবে পিএসজিকে। তবে নেইমার না থাকলেও চোট কাটিয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচে ফিরছেন ফরাসি ফরোয়ার্ড কাইলান এমবাপে।

লিগের প্রথম লেগে রিয়ালের মাঠে ৩-১ গোলে হারের পর ঘরের মাঠে ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে পিএসজি। তার উপর আবার গত সপ্তাহে লিগ ওয়ানে মার্সেইয়ের বিপক্ষে ম্যাচে পায়ের হাড় ভেঙে যায় নেইমারের। অস্ত্রোপচার করানোর পর দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে আছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

একই প্রতিপক্ষের সঙ্গে ফ্রেঞ্চ কাপের ম্যাচে গোড়ালিতে চোট পান এমবাপে। ফলে শনিবার লিগ ওয়ানে তোয়ার বিপক্ষে পিএসজির ২-০ গোলে জয়ের ম্যাচে তিনি খেলেননি। তবে ফরাসি এই ফরোয়ার্ড মঙ্গলবার জিনেদিন জিদানের দলের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত।

সোমবার ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পিএসজি কোচ উনাই এমেরি বলেন, ‘এমবাপে গতকাল স্কোয়াডের সঙ্গে স্বাভাবিকভাবেই অনুশীলন করেছে। নেইমার বাদে শুধু হাভিয়ের পাস্তোরে অনুশীলনে ছিল না। নেইমার ছাড়া সব খেলোয়াড়ই আগামীকাল রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত।’ গোল