খােলা বাজার২৪। মঙ্গলবার, ০৬ মার্চ, ২০১৮: মিশরে সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের ঐতিহাসিক সফরে দেশটির সাথে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি সই করেছে। সৌদি ও মিশরের মধ্যে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমস্যা সমাধানে একটি পারস্পরিক সহযোগিতা চুক্তিও সই হয়েছে।
রোববার মিশরে ক্রাউন প্রিন্স হিসেবে বিন সালমানের প্রথম সফরের কয়েক ঘন্টার মধ্যে দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সাথে ৬০বিলিয়ন সৌদি রিয়ালের বিনিয়োগ চুক্তিটি করেন। পাশাপাশি তারা এ অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিজ্ঞা বদ্ধ হন।
দ্বিপক্ষীয় চুক্তির আওতায় তারা মধ্যপ্রাচ্যে সন্ত্রাস বিরোধী যুদ্ধে একে অপরকে সহযোগিতার ব্যপারেও ঐক্যমত পোষণ করেন। পারস্পরিক আলোচনায় তারা এ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গিকরাবদ্ধ হন বলে জানিয়েছে সিসির একজন মুখপাত্র বাসাম রাদি।
রাদি আরো জানায়, সিসি সৌদিকে তাদের প্রত্যেক পদক্ষেপে সহায়তা ও কৌশলগত সকল সমস্যা সমাধানে এক সাথে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছে।
বিন সালমান দেশটিতে তার প্রথম সরকারি সফরে প্রধানমন্ত্রী, স্পিকার ও আল আজহার বিশ্ববিদ্যালয়ের শেইখ আহমেদ তায়েবের সাথে সৌজন্য সাক্ষাত করেন। তিনি দেশটির প্রধান খ্রিষ্টিয় ধর্মগুরু ও চার্চের প্রধান তাওয়াদ্রোসের সাথেও সাক্ষাত করেছেন। সোমবার সুয়েজ খালের নতুন একটি চ্যানেল ও সরকারি কিছু প্রকল্প পরিদর্শন করতে ইসমাইলিয়া প্রদেশ সফরেরও ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। আরব নিউজ