খােলা বাজার২৪। মঙ্গলবার, ০৬ মার্চ, ২০১৮: স্পেনের স্বায়ত্বশাষিত অঞ্চল কাতালোনিয়ার জন্য নতুন নেতৃত্যের সন্ধানে নেমেছে আঞ্চলটির সংসদ। সম্প্রতি কাতালোনিয়ার নতুন সরকার গঠণের নির্বাচন থেকে অঞ্চলটির সাবেক প্রধান কার্লোস পুজেমন সড়ে দাড়ানোর ঘোষণা দেন।
কাতালোনিয়ার সদ্য সাবেক এই নেতা বর্তমানে স্বেচ্ছানির্বাসনে বেলজিয়ামে রয়েছেন। তিনি পরিকল্পনা করেছিলেন স্পেনে ফেরত আসার এবং আসন্ন আঞ্চলিক নির্বাচনে পুনরায় প্রার্থীতা করার। তবে গত সপ্তাহে এক ঘোষণায় তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন। এ প্রসঙ্গে তিনি বলেন, তিনি চান কাতালোনিয়ার রাজনৈতিক সংকট আর ঘোলাটে না হোক।
গত বছরের অক্টোবরে স্পেন থেকে কাতালোনিয়ার স্বাধীনতা লাভের বিষয়ে অনুষ্ঠিত গণভোটকে কেন্দ্র করে স্পেন সরকারের সাথে কাতালোনিয়ার আঞ্চলিক সরকারের বিরোধ সৃষ্টি হয়। স্পেন সরকার কাতালোনিয়ার স্বাধীনতা লাভের উদ্দেশ্যে আয়োজিত সেই গণভোটকে বেআইনি ঘোষণা করে তাদের আঞ্চলিক সংসদ ভেঙ্গে দিয়ে ক্ষমতা নিজ হাতে তুলে নেয় ও নতুন নির্বাচনের ডাক দেয়। তবে পুজেমন উক্ত নির্বাচনে পুনরায় প্রার্থীতা করা সিদ্ধান্ত নিয়েছিলেন। পুজেমনের নির্বাচন থেকে সরে দাড়ানোর এ সিদ্ধান্তটি কাতালোনিয়ায় স্পেন সরকারের পূর্ণ নিয়ন্ত্রন ফিরে পেতে বেশ সাহায্য করতে পারে বলে মনে করছেন রাজনীতি বিশেষজ্ঞরা।
নির্বাচন পূর্ববর্তী এ সময়টিতে কাতালোনিয়ার প্রায় ৭.৫ মিলিয়ন জনগণ স্পেন সরকারের অধীনে থাকবে। এর ফলে কাতালোনিয়ার স্বাস্থ্য ও শিক্ষাখাতও স্পেন সরকারের সরাসরি নিয়ন্ত্রনে চলে আসবে। তবে কাতালোনিয়ায় নতুন সরকার গঠিত হলে কাতালোনিয়া পুনরায় তাদের স্বায়ত্ব শাষন ফিরে পাবে। দ্যা এক্সপ্রেস ট্রিবিউন