Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ০৭ মার্চ, ২০১৮: পল্টনস্থ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছিল কিছুদিন আগে। তবে এই পরিকল্পনায় হঠাৎ করে পরিবর্তন আনতে হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি)।

আগামী ২০১৯ সালের জুনের মধ্যে সংস্কার শেষ করার লক্ষ্য নিয়ে প্রায় ৯০ কোটি টাকার যে ডিপিপি (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল) তৈরি করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ। কিন্তু যুব ও ক্রীড়া মন্ত্রণালয় চাচ্ছে দেশের খেলাধুলার প্রধান ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের এত বড় সংস্কারের আগে বিভিন্ন ক্রীড়া ফেডারেশন ও সংশ্লিষ্টদের মতামত নিতে।

জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সুকুমার সাহা বলেন,‘আমাদের পাঠানো ডিপিপি মন্ত্রণালয় যাচাই বাছাই করে সংযোজন বিয়োজন করেছে। সেইসঙ্গে প্রজেক্ট চূড়ান্ত করার আগে ফেডারেশনগুলোর মতামত নিতে বলেছে মন্ত্রনালয়।

ফুটবল ও অ্যাথলেটের জন্য বিশেষ ব্যবস্থা নিয়ে মন্ত্রনালয় বলেন, ‘ফুটবল ও অ্যাথলেট ফেডারেশনের মতামত জরুরি। কারণ, এ স্টেডিয়াম এ দুই খেলার জন্যই বেশি ব্যবহার হয়। ফেডারেশনগুলোর পাশপাশি আমরা গণমাধ্যামকেও মতামতের জন্য ডাকবো। কারণ তারাও খেলাধুলার বড় একটা পার্ট।’

আগামী ১০ মার্চ শুরু হবে বাংলাদেশ যুব গেমসের চূড়ান্ত পর্বের উদ্বোধন। সবাই ব্যস্ত গেমস নিয়ে। যে কারণে স্টেডিয়াম সংস্কার নিয়ে ফেডারেশনগুলোর সঙ্গে বসতে আরো কিছুদিন সময় লাগবে বলেও জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের ওই কর্মকর্তা। যুব গেমসের উদ্বোধন উপলক্ষ্যেও প্রায় ৮০ লাখ টাকার কাজ হচ্ছে এ স্টেডিয়ামে।

মন্ত্রণালয়ের প্রকল্প যাচাই বাছাই কমিটি বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার পরিকল্পনায় অনেক সংযোজন-বিয়োজনও করেছে। এই ডিপিপি’র মধ্যে হ্যান্ডবল স্টেডিয়ামের উন্নয়নও ছিল। যেখানে ব্যয় ধরা হয়েছিল আড়াই কোটি টাকার মতো। যাচাই-বাছাই কমিটি হ্যান্ডবল স্টেডিয়ামের উন্নয়ন অংশটা বাদ দিয়েছে।