Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ০৭ মার্চ, ২০১৮: চলতি অর্থ বছরের জানুয়ারি পর্যন্ত খুলনায় ৩৪ হাজার টন পাটপণ্য উৎপাদিত হয়েছে। ব্যবহার বাড়াতে হাতে নেয়া হয়েছে পলিব্যাগ তৈরির প্রকল্প। এদিকে নীলফামারীতে কমছে পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন হলে বাড়বে উৎপাদন।

খুলনার সরকারি ৯টি পাটকলে চলতি অর্থ বছরের জানুয়ারি পর্যন্ত বিক্রি ৩০ হাজার টন পাটপণ্য। মূল্য ৩’শ কোটি টাকারও বেশি। পাটকলগুলোতে হাতে নেয়া হয়েছে পলিব্যাগ তৈরির প্রকল্প। সংশ্লিষ্টরা বলছেন, এসব পণ্য বাজারজাত হলে ফিরে আসবে হারানো গৌরব। বাড়বে রাজস্ব আয়।

পাটশিল্পের সুদিন ফিরিয়ে আনতে পাটের মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করার কথা বলছে কর্তৃপক্ষ।

নীলফামারীর ৪টি পাটকলে বছরে চাহিদা ৪ লাখ মণ পাটের। দু’বছর আগে এখানে পাট চাষ হয় ১১৪২৫ হেক্টর জমিতে। এবারে কৃষি বিভাগের লক্ষ্যমাত্রা ১০৪৫০ হেক্টর। পাটকল মালিকরা বলছেন, প্লাস্টিক পণ্যের কারণে কমছে পাটজাত পণ্যের চাহিদা।

২০১৫ সাল থেকে কয়েকটি পণ্যে পাটের মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। সূত্র: ইন্ডিপেনডেন্ট টিভি