খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ০৮ মার্চ, ২০১৮: ভারত ও ইসরায়েলের মধ্যে সৌদি আরব হয়ে বিমান চলাচলে সময় বাঁচবে দুই ঘন্টা। এয়ার ইন্ডিয়ার এধরনের ফ্লাইট চলবে সপ্তাহে তিনটি। টিকিটি বিক্রি হচ্ছে, প্রথম ফ্লাইট শুরু আগামী ২২ মার্চ। টাইমস অব ইসরায়েল এ খবর দিয়ে বলছে, এয়ার ইন্ডিয়া বিষয়টি নিশ্চিত করেছে। মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইসরায়েলের যোগাযোগ বৃদ্ধির যে প্রচারণা চলছে তার একটি বড় অগ্রগতি এটি।
এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র বলেছেন, ২২ মার্চ ৭ ঘন্টার এ ফ্লাইট সার্ভিস চালু হচ্ছে যা সপ্তাহের মঙ্গলবার, বৃহস্পতি ও রোববার চলবে। গত বুধবার থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সোমবার সাংবাদিকদের জানান, সৌদি আরব দেশটি হয়ে এ ফ্লাইট চলাচলে রাজি হয়েছে। তার একদিন পর এয়ার ইন্ডিয়া বিষয়টি নিয়ে তৎপরতা শুরু করে।
টাইমস অব ইসরায়েল সৌদি আরবে এ সিদ্ধান্তকে ঐহিহাসিক উল্লেখ করে বলছে, মধ্যপ্রাচ্যের অনেক দেশের সঙ্গেই ইসরায়েলের কোনো সম্পর্ক নেই। কূটনৈতিক সম্পর্ক নেই সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের। তবে এ দুটি দেশ প্রকাশ্যে কোনো সম্পর্কের কথা স্বীকার না করলেও ইরানের প্রভাব বৃদ্ধি ঠেকাতে এক সঙ্গে কাজ করছে ও বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।
এদিকে ইসরায়েলের এল আল এয়ারলাইন্স সাড়ে আট ঘন্টায় তেল আবিব ও মুম্বাইয়ের মধ্যে ফ্লাইট পরিচালনা করছে। এই এয়ারলাইন্সটিকে সৌদি আরব এড়িয়ে ফ্লাইট পরিচালনায় লোহিত সাগর ও আরব উপদ্বীপ ঘুরে আসতে অতিরিক্ত ২ ঘন্টা ব্যয় করতে হয়। ইন্টারন্যাশনার সিভিল এভিয়েশনকে এল আল বলেছে সৌদি আরব হয়ে ফ্লাইট পরিচালনার সুযোগ পেতে সাহায্য করতে। ব্লুমবার্গ’এর এক খবর বলছে, শুধু এয়ার ইন্ডিয়াকে সৌদি আরব তার আকাশ ব্যবহার করে ইসরায়েলের সঙ্গে ফ্লাইট পরিচালনার সুযোগ দেওয়ায় তার বিরুদ্ধে জাতিসংঘের অনুমোদিত বিধি ভঙ্গের অভিযোগ উঠতে পারে। এল আল শুধুমাত্র এয়ার ইন্ডিয়াকে এধরনের সুযোগ দেওয়ায় সৌদি সিদ্ধান্তকে ‘অন্যায্য সুবিধা’ বলে অভিহিত করেছে। টাইমস অব ইন্ডিয়া