খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ০৮ মার্চ, ২০১৮: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব সায়েন্স কমিউনিকেশন কম্পেটিশন-এ পৃষ্ঠপোষকতা করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি:। এ বিষয়ে ব্রিটিশ কাউন্সিল ঢাকা বিশ্ববিদ্যালয় কার্যালয়ে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী ও ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর মিস বারবারা উইকহাম। অন্যান্যদের মধ্যে ব্যাংকের পাবলিক এ্যাফেয়ার্স এন্ড ব্রান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান জনাব শাহাজাদা বসুনিয়া, ব্রিটিশ কাউন্সিলের কালচারাল সেন্টারের প্রধান মিস সারওয়াত মাসুদা রেজাসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধনের শেষ তারিখ ১২ই মার্চ, ২০১৮ পর্যন্ত। বাংলাদেশ পর্বে বিজয়ী প্রতিযোগী ৫-১০ জুন, ২০১৮ তারিখে যুক্তরাজ্যে অনুষ্ঠেয় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।