খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ০৮ মার্চ, ২০১৮: বাংলাদেশ ব্যাংক আয়োজিত তিন দিনব্যাপী “ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা ২০১৮” বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ৮ মার্চ, বৃহস্পতিবার উদ্বোধনের পর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর স্টল পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।
এসমায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর গ্রাহক হাবীব ইন্ডাস্ট্রিজ এর স্বত্বাধিকারী জোসনা রহমানকে ব্যাংকের পক্ষ থেকে নারী উদ্যোক্তা বিনিয়োগের ৩ কোটি টাকার চেক তুলে দেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা ২০১৮ উপলক্ষে ৮ মাচর্, বৃহস্পতিবার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে তার হাতে এ চেক তুলে দেওয়া হয়। ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোঃ মাহবুব উল আলম, এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রাম্স ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক শেখ মো. সেলিমসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।