খােলা বাজার২৪। শুক্রবার, ০৯ মার্চ, ২০১৮: পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের কালকিনিতে সোবেদার সরদার নামের এক কৃষকের বসত বাড়িতে রাতের আধাঁরে অগ্নিসংযোগ করেছে দূর্বৃত্তরা। এতে করে প্রায় ২ লক্ষাধিক টাকার মালামালের ক্ষতি সাধন হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটেছে।
ভুক্তভোগী ও এলাকা সুত্রে জানাগেছে, পৌর এলাকার পশ্চিম শিকার মঙ্গল গ্রামের সোবেদার সরদার রাতে তার বসত ঘড় তালাবদ্ধ করে বাহিরে যান। এ সুযোগে খালি বাড়ি পেয়ে একদল দূর্বৃত্তরা মিলে তার বসত বাড়িতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন এসে পানি নিক্ষেপ করে আগুন নিয়ন্তণে আনেন। এতে করে ঘড়ের সমস্ত গুরুত্ব মালামালসহ প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
ভুক্তভোগী সোবেদার সরদার বলেন, কে বা কারা রাতের আধাঁরে আমার বাড়িতে অগ্নিসংযোগ ঘটিয়েছে বলতে পারবোনা। তবে শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে।