খােলা বাজার২৪। শুক্রবার, ০৯ মার্চ, ২০১৮: ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনের বিরুদ্ধে আন্দোলনের আহ্বান জানিয়েছে দেশটির বিরোধীদলগুলো। নির্বাচনটিকে সম্পূর্ণ ‘প্রবঞ্চণামূলক’ আখ্যা দিয়ে বৃহস্পতিবার এক সমাবেশ থেকে এই আহ্বান জানানো হয়।
তাদের দাবি, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে জেতানোর লক্ষ্যেই বিতর্কিত ওই নির্বাচনের আয়োজন করা হয়েছে।
ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচন বয়কট করে এর বিরুদ্ধে জোরালো আন্দোলন গড়ে তুলতে দেশটির বিরোধীদলগুলোর সাথে যোগ দিয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-পেশাজীবীসহ বিভিন্ন স্তরের মানুষ। এই লক্ষ্যে আগামী ১৭ মার্চ একটি বৃহৎ সমাবেশের আহ্বান জানানো হয়।
এদিকে, দেশটির প্রেসিডেন্ট মাদুরোর দাবি, জাতীয় সাংবিধানিক পরিষদের আলোকেই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০১৮ সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার ঘোষণা দেন মাদুরো। এর প্রেক্ষিতে, সরকারের বিরোধিতা করায় বিভিন্ন দলের বহু রাজনীতিবিদকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে, এই বছরের প্রথম দিকে সরকারবিরোধী বিক্ষোভে ফুঁসে ওঠে দেশের মানুষ এবং সংঘর্ষে বহু লোকের প্রাণহানির ঘটনা ঘটে