খােলা বাজার২৪। শুক্রবার, ০৯ মার্চ, ২০১৮: নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার বিএনপিকে কোনো ধরনের হয়রানি করছে না। বরং তাদেরকে সহায়তা করছে।
শুক্রবার সকালে মাদারীপুর নতুন শহরে এলজিইডির বাস্তবায়নে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারের ওপর তারা যেসব অভিযোগ করছে তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে। আইনের বিধান অনুযায়ী কোনো মামলার আসামি যদি আদালতে হাজির না হয় তাহলে পুলিশ তাদরে গ্রেফতার করতে পারে। এতে সরকারের কোনো হাত নেই।
শাহজাহান খান বলেন, দেশে বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের পুলিশ দিয়ে পিটিয়েছিল। কিন্তু তখন আমরা কেউ কোনো ধরনের ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত হইনি। সূত্র: কালের কণ্ঠ