খােলা বাজার২৪।শনিবার, ১০ মার্চ, ২০১৮ঃনরসিংদী প্রতিনিধি (মোঃরাসেল মিয়া) ১০ ফেব্র“য়ারী শনিবার সকাল ১০টায় পলাশ থানা ভারপ্রাপ্ত মোঃ সাইদুল রহমান এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার অফিসার রোকন ও তাহার সঙ্গীয় ফোর্স সহ পলাশ ঘোড়াশাল টুল প্লাজায় অভিযান পরিচালনা কালীন সময়ে ৯২ বোতল ফেনসিডিল, ১টি বিদেশী পিস্তল সহ আকরাম হোসাইন (৩২), সাইফুল ইসলাম @ সাইদুল (২৬) কে গ্রেফতার করেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুল রহমান বিগত ২৮ ফেব্রƒয়ারী ২০১৮ইং পলাশে অফির্সাস ইনচার্জের দায়িত্ব নিয়েই জেলা গোয়েন্দার শাখার সহযোগিতায় মাদকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোন পরিচালনা আসছেন। পলাশ থানার ওসি ঘটনাটি নিশ্চিত করে বলেন- আটক কৃত আসামীগন চিহ্নিত মাদক স¤্রাট। জেলা ডিবি পুলিশের সহযোগীতায় পলাশ থানার ওসি অভিযান পরিচালনা করেন।
এসময় মাদক সেবন অবস্থায় একটি বিদেশী পিস্তল, ৯২টি ফেনসিডিল মাদক স¤্রাট আকরাম ও সাইফুল কে আটক করা হয়েছে। ওসি আরো জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন’সহ বিভিন্ন ঘটনায় পর্বেও মামলা রয়েছে। এই ঘটনায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে আরো দু’টি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।