খােলা বাজার২৪। রবিবার, ১১ মার্চ, ২০১৮ : নোয়াখালীর বেগমগজ্ঞে দুই যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে উপজেলার একলাশপুরে ভিআইপি রোড সংলগ্ন চৌকিদার বাড়ির পাশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম মোহাম্মদ আলী (২৫)। তিনি উত্তর একলাশপুরে মওদার বাড়ির সোলেমানের ছেলে।
স্থানীয় বাসিন্দা আলি আজ্জম জানান, ভোরে গুলির শব্দে ঘুম ভাঙলে উঠে দেখেন কিছু লোক দৌড়ে রাস্তার দিকে চলে যাচ্ছে। কিছুক্ষণ পরে পুকুরে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন তিনি।
স্থানীয় আরেক বাসিন্দা ফয়েজের স্ত্রীসহ কয়েকজন জানান, ফজরের আজানের পরে নামাজের জন্য অজু করতে বের হলে মোহাম্মদ আলী দৌড়ে এসে তাদের ঘরে ঢোকে। ওই সময় তাকে ধাওয়া করে আরও ৪-৫ জন যুবকও চাইনিজ কুড়ালসহ ধারালো অস্ত্র নিয়ে সেখানে হাজির হয়। তারা এক পর্যায়ে জোর করে ঘরে ঢুকে মোহাম্মদ আলীকে কুপিয়ে হত্যা করে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।
তিনি আরও জানান, মোহাম্মদ আলী স্থানীয় মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে।