খােলা বাজার২৪। রবিবার, ১১ মার্চ, ২০১৮ : সম্প্রতি যমুনা ব্যাংক ফাউন্ডেশন-এর উদ্যোগে ও অর্থায়নে উম্মে কুলসুম রওশন জাহান হাফিজিয়া মাদ্রাসা, কোনাবাখাইল(পেচপাড়া),ত্রিশাল,ময়মনসিংহ এ বিনামূল্যে চক্ষু, গাইনী, ডায়াবেটিস ও সাধারন চিকিৎসা সেবা করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন-এর চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ। সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব শফিকুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও যমুনা ব্যাংক ফাউন্ডেশানের সিইও জনাব মির্জা ইলিয়াছ উদ্দীন আহম্মদ, উপ ব্যবস্থাপনা পরিচালক এ,কে,এম,সাইফুদ্দিন আহমেদ,উত্তরা শাখার শাখা ব্যবস্থাপক জনাব শহীদ উল্লাহ, যমুনা ব্যাংকের গাজিপুর ও ময়মনসিংহ অঞ্চলের নির্বাহী,কর্মকর্তা,স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারন মানুষ । অনুষ্ঠানে প্রায় ৪৩২২ সংখ্যক রোগীর চিকিৎসাসহ বিনা মূল্যে ঔষধ বিতরণ করা হয় এবং ৪৩০ সংখ্যক রোগীকে অপারেশন জন্য তালিকাভুক্ত করা হয়।