খােলা বাজার২৪। রবিবার, ১১ মার্চ, ২০১৮ মেহেদী হাসান(জবি প্রতিনিধি) : আন্তর্জাতিক নদীকৃত্য দিবস (১৪ই মার্চ) উপলক্ষে "নদী দূষণ ও দখল" রোধ কল্পে সচেতনতা তৈরির লক্ষে রবিবার দুপুর ১২টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবির) ভাস্কর্য চত্বরে রিভারাইন পিপল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যেগে এক "মানববন্ধন" কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী গণ উপস্থিত ছিলেন।
মানব বন্ধনে অংশ নেন রিভারাইন পিপল, জবি শাখার উপদেষ্টা এবং প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব আবদুল্লাহ -আল-মাসুদ, রিভারাইন পিপল জবি শাখার সাধারণ সম্পাদক আল-আমিন হুসাইন, সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান রাজ ও অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।
মানব বন্ধনে অংশ নেয়া বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীগণ নদী দখল ও দূষণ রোধ কল্পে সোচ্চার হবার এবং নদী রক্ষার আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে দেবার প্রত্যয় ব্যক্ত করেন।