Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। রবিবার, ১১ মার্চ, ২০১৮ মেহেদী হাসান ( জবি প্রতিনিধি ) : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ভর্তি জালিয়াত চক্রের আর ও চার সদস্যকে আটক করে মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করেছে প্রশাসন। তিন লক্ষ্য টাকায় প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়ার সন্দেহে প্রশাসন প্রথমে মো: অরিফ আলমাস আকাশ নামের সমাজ বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে আটক করে। তার পিতার নাম মো: আমান আলী এবং মাতার নাম মোছা: আয়েশা বেগম। সে জবির ২০১৭-১৮ সেশনে  (মেধাক্রম: ০৭) ভর্তি হয়। বিশ্ববিদ্যালয়ের আইডিকার্ড করার সময় একাডেমিক শাখা ও আইটি শাখায় তার ছবির গরমিল পাওয়ায় প্রাথমিক জিজ্ঞাসা বাদে প্রক্সির সত্যতা পাওয়া যায়।

তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালিয়াত চক্রের বাকি সদস্যদের নাম পাওয়া যায়। বাকি সদস্যদের প্রথম জন হলেন আব্দুল্লাহ আল নোমান। তার পিতার নাম মো: নাজমুল হাসান এবং মাতার নাম মোছা: তাহেরা বেগম। নোমান জবির সমাজ বিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি দিনাজপুর জেলার ফুলবাড়িতে। জালিয়াত চক্রের অপর দু’জন হলেন সাইফুল ইসলাম এবং আকিব বিন বারী। আকিব বিন বারী জবি ছাত্রলীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক বলে জানাযায়। তিনি ২০১৫ সালে জবির ভর্তি জালিয়াতিতে অভিযুক্ত। তিনি এই অভিযোগের দায়ে ২ বছর জেলে ছিলেন এবং বিশ^বিদ্যালয় প্রশাসন তাকে সেসময় অস্থায়ী বর্হিস্কার ও করেন।     

ভর্তি পরীক্ষায় প্রক্সির মাধ্যমে জালিয়াতি প্রমাণ হওয়ায় উক্ত চার জন শিক্ষার্থীকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো. সাইদুর রহমান বাদীহয়ে পাবলিক পরীক্ষা আইনে মামলা করে তাদেরকে পুলিশে সোপর্দ করেন।এব্যপারে জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেলকে অনেক বার ফোন করে যোগাযোগ করার চেষ্টা করাহলে তাকে পাওয়া যায়নি।