Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। সোমবার, ১২ মার্চ, ২০১৮ : নিদাহাস টি-টোয়েন্টি ত্রিদেশীয় ট্রফিতে আজ সোমবার ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

কলম্বোতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। দু’ দলেরই এটি তৃতীয় ম্যাচ।

আর উভয় দলই ২টি করে ম্যাচ খেলে একটিতে হার ও একটি করে জয় পায়।

নিদাহাস ট্রফির উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে ৫ উইকেটে জয় নিয়ে এগিয়ে যায় স্বাগতিক লঙ্কানরা। আর নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারায় ভারত।

এছাড়া, টুর্নামেন্টের তৃতীয় ও ল্ঙ্কানদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশর বিপক্ষে ২১৪ রানের বড় স্কোর গড়েও ৫ উইকেটে হেরে যায় হাথুরেসিংহের শিষ্যরা।

২ ম্যাচ শেষে তিন দলই ২ পয়েন্ট করে থাকলেও রান রেটে এগিয়ে থেকে শীর্ষে শ্রীলঙ্কা, দ্বিতীয় স্থানে ভারত ও তৃতীয় নম্বরে রয়েছে বাংলাদেশ।