খােলা বাজার২৪। সোমবার, ১২ মার্চ, ২০১৮ : মেহেদী হাসান(জবি প্রতিনিধি):জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০১৭-১৮ ভর্তি শিক্ষাবর্ষে জালিয়াতি করে টাকার বিনিময়ে অন্য শিক্ষার্থী দিয়ে ভর্তি পরীক্ষায় প্রক্সি দেয়ার সম্পৃক্ততায় জবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আকিব বিন বারিকে বাংলাদেশ ছাত্রলীগ হতে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ তাকে বহিস্কারের এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষায় জালিযাতির অভিযোগে গত রবিবার অকিবের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। এতে বিশ^বিদ্যালয় প্রশাসন আকিবসহ অভিযুক্ত চারজনের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা অপরাধ আইনে ৩/১৩ ধারায় মামলা করে। এর আগে ২০১৫ সালের ৩১ অক্টোবর ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ১৭জনকে আটক করা হয়। এর মধ্যে আকিব বিন বারি সম্পৃক্ত ছিলেন।