Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। সোমবার, ১২ মার্চ, ২০১৮ : বানারীপাড়া প্রতিনিধিঃ বানারীপাড়ায় চাখারে ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ে মা সমাবেশ ও বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় বিদ্যালয় চত্তরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বরিশাল-২ অসনের এমপি এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।

এ সময় তিনি বলেন একজন সু-শিক্ষিত ভাল মা-ই পারেন তার সন্তানকে সত্যিকারের আলোকিত মানূষ হিসেবে গড়ে তুলতে। তিনি বলেন এ দেশের নারী সমাজে যে ভাবে জাগরন সৃষ্টি হয়েছে, তা আজকের এই অনুষ্ঠানের উপস্থিতি ও তাদের অভিব্যাক্তিই প্রমান করে। আমাদের প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃতাধীন সরকার নারীবান্ধব সরকার।

এ দেশের নারীজাগরন সহ প্রধানমন্ত্রীর সব পদক্ষেপগুলো বিবেচনায় রেখে মায়েদের আগামী দিনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ মজিবুল ইসলাম টুকুর সভাপতিত্বে অনুিষ্ঠত সমাবেশে স্বাগত বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা হোসেন ফ্লোরা, ইউপি চেয়ারম্যান খিজির সরদার, প্রধান শিক্ষক মো. ছিদ্দিকুর রহমান, ওসি (তদন্ত) মো. ফারুক খান প্রমুখ। পরে প্রধান অতিথি স্কুলের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।