খােলা বাজার২৪। সোমবার, ১২ মার্চ, ২০১৮ : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ঢাকা ইস্ট জোনের উদ্যোগে ক্যাশ ওয়াক্ফ ক্যাম্পেইন উপলক্ষ্যে গ্রাহক সমাবেশ ১২ মার্চ ২০১৮, সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলী। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা ইস্টজোন প্রধান ড. এম. কামাল উদ্দিন জসিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. মাহবুব উল আলম বলেন, ব্যবসা-বাণিজ্য ও শিল্প ক্ষেত্রে দেশকে এগিয়ে নিতে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার শুরু থেকে কাজ করে আসছে। সর্ববৃহৎ ব্যাংক হিসেবে এ ব্যাংক দেশের ব্যবসা বাণিজ্য প্রসারের পাশাপাশি পিছিয়ে পড়া মানুষের সুযোগ সুবিধা সৃষ্টির জন্য শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং জীবনমান উন্নয়নেও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। তিনি ইসলামী ব্যাংকের সেবা গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।