খােলা বাজার২৪। সোমবার, ১২ মার্চ, ২০১৮ ,নরসিংদী প্রতিনিধি (মোঃরাসেল মিয়া); নরসিংদীতে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শহরাঞ্চলে পশ্চিম ভেলানগর সংলগ্নে ও পশ্চিম দত্তপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাঁজাসহ ০৬ জন আটক।
মাদকসহ ০৬ জন কে জনকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটকৃতরা হলেন ১। রবিউল ইসলাম (রবি) ও তার ভাই ২। শাহপরাণ, উভয় পিতা- হারনুর রশিদ, সাং- পশ্চিম দত্তপাড়া, নরসিংদী সদর এবং ৩। আল-আমিন, পিতা- মৃত শিশু মিয়া, সাং- পশ্চিম দত্তপাড়া, সদর।
১১ই মার্চ গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে কে আটক করা হয়। এদিকে ১২ ই মার্চ সোমবার দিন কুখ্যাত মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম (রবি) কে জিজ্ঞাসা করলে তার তথ্য ভিত্তিতে ০১ জনকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে শহরের দত্তপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় ৭ কেজি মাদক। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন সুত্রে জানা গেছে, নরসিংদী দত্তপাড়া শহরে বেশ কয়েক বছর ধরে তারা এলাকায় গোপনে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। অভিযোগের ভিত্তিতে ১১ ই মার্চ ও ১২ ওই মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নরসিংদী দত্তপাড়া এলাকার রবিউল ইসলাম রবির বাড়িতে অভিযান চালায়।
এসময় ঘরে থাকা রবিউল ইসলাম রবি, তার ভাই ও তার সঙ্গীদেরকে নিয়ে ৭ কেজি গাঁজাসহ বিক্রি করতে গেলে তাদেরকে আটক করা হয়। এদিকে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মুস্তাফিজুর রহমান সংবাদ কর্মীকে জানায়, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সেলিম রেজার নেতৃত্বে আমরা এ অভিযান পরিচালনা করি। অপরদিকে নরসিংদী জেলা প্রায় ৭১ টি ইউনিয়নে ইয়াবা , ফেন্সি, মাদকসহ, যুব সমাজের কাছে ছড়ে গেছে। এদিকে মানবাধিকার কর্মী আঃ হাসিম বলেন, বর্তমান সরকারের ডিজিটাল পদ্ধতিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে কিছু অসাধু মাদক ব্যবসায়ীরা ফেসবুকের মাধ্যমে অর্ডার দিচ্ছে।
এ সমস্ত কুখ্যাত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এখন যদি সচেতন হয় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও প্রশাসনিক কর্মকর্তা তাহলে মাদক নির্মুল করা যাবে বলে আশা করায় যায় এলাকার সূত্রে জানায়।