Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮ : প্লেন দুর্ঘটনায় হতাহতদের ৪৬ স্বজনকে নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয়েছে।

মঙ্গলবার (১৩ মার্চ) সকাল ৯টা ২মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে গেছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা একেএম রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

রেজাউল করিম জানান, প্লেন দুর্ঘটনায় হতাহতদের স্বজনদের সঙ্গে এয়ারলাইন্সটির ৭ কর্মকর্তাও নেপাল যাচ্ছেন।নেপাল থেকে মরদেহ দেশে আনা, আহতদের চিকিৎসার কার্যক্রম তদারকি করবেন তারা।

সোমবার (১২ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটে পার্বত্য শহর কাঠমান্ডুর ত্রিভুবন আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস২১১ ফ্লাইটটি বিধ্বস্ত হয়।ঢাকা থেকে যাওয়া ৭৮ আসনের উড়োজাহাজটিতে চার ক্রুসহ মোট ৭১ আরোহী ছিলেন।এতে এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নেপাল পুলিশ দফতর।উদ্ধার করা হয়েছে ১৯ আরোহীকে।হাসপাতালে ভর্তি ১৯ আরোহী।

কাঠমান্ডুর বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া আরোহীরা হলেন- এমরানা কবির হাসি, প্রিনয় ঢামি, সামিরা, কবির হোসাইন, মেহেদী হাসান, রিজওয়ানা আব্দুল্লাহ, স্বর্ণা সাইয়েদা কামরুন্নাহার, শাহরিন আহমেদ, মো. শাহীন বেপারী, কিশোর ত্রিপতি, হরি প্রসাদ সুবেদি, দয়ারাম তমরাকার, কিশান পান্ডে, বসন্ত বহরা, আশিষ রঞ্চিত, বিনোদ রাজ পুদয়াল, সনম সাক্ষী, দীনেশ হুমাগেইন এবং রেজুয়ানুল হক।