খােলা বাজার২৪। মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮ : হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এর সিনিয়র পরিচালক মার্কেটিং, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টি, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল এবং জার্নাল কমিটির সদস্য, হামদর্দ পাবলিক কলেজের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ড. হাকীম রফিকুল ইসলাম-এর মৃত্যুতে গতকাল সোমবার (১২ মার্চ ২০১৮) ঢাকাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক শোকসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ।
হামদর্দের চীফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়ার সভাপতিত্ব উক্ত শোকসভা ও দোয়া অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু এমপি, বেসরকারী বিমান ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এমপি, সংসদ সদস্য কাজী রোজী, আওয়ামী লীগ নেতা ড. নূহ-উল-আলম লেনিন, ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আক্তারুজ্জামান, সাবেক সংসদ সদস্য ইদ্রিস আলী, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য্য, হামদর্দ বোর্ড অব ট্রাষ্টিজ-এর সদস্য পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান এ. টি আহমেদুল হক চৌধুরী, ওয়াক্ফ প্রশাসক (অতিরিক্ত সচিব) শহিদুল ইসলাম, লেফটেন্যান্ট জেনারেল আবু তৈয়ব মোঃ জহিরুল আলম (অবঃ) এবং হামদর্দ বিশ^বিদ্যালয় বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হামদর্দের মোতাওয়াল্লী ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন ভূঁইয়া রাসেল, পরিচালক তথ্য ও গণসংযোগ কাজী মনসুর-উল-হক, পরিচালক অর্থ ও হিসাব মোঃ আনিসুল হক, পরিচালক প্রশাসন অধ্যাপক হাকীম শিরী ফরহাদ, পরিচালক হামদর্দ ফাউন্ডেশন লেঃ কর্ণেল মাহবুবুল আলম চৌধুরী (অবঃ), পরিচালক প্রটোকল ও লিগ্যাল এ্যাফেয়ার্স মেজর ইকবাল মাহমুদ চৌধুরী (অবঃ), পরিচালক উৎপাদন মিহির চক্রবর্তী, মোতাওয়াল্ল¬ী ও পরিচালক মানব সম্পদ উন্নয়ন ডাঃ হাকীম নার্গিস মার্জান, পরিচালক বিক্রয় হাকীম সাইফ উদ্দিন মুরাদ ভূঁইয়া, মরহুমের দুই ছেলে সাইফুল ইসলাম (সুজন) ও শরিফুল ইসলাম (রাজন) এবং বিশিষ্ট রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, চিকিৎসক ও সাংস্কৃতি ব্যক্তিবর্গসহ হামদর্দের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
শোকসভায় আলোচকবৃন্দ মরহুমের দীর্ঘ কর্মময় জীবনের উপর আলোচনা কালে বলেন ড. রফিকুল ইসলাম সারা জীবন মেহনতী মানুষের অধিকারের কথা, সাম্যের কথা ও প্রগতির কথা বলেছেন। হামদর্দে দীর্ঘ ২৮ বছর কর্মময় জীবনের শেষ দিন পর্যন্ত তিনি হামদর্দের জন্য ও মানবতার জন্য কাজ করে গেছেন। হামদর্দের উন্নয়নে তাঁর অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে তাঁর আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।