Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮ : বানারীপাড়া প্রতিনিধি; বানারীপাড়ায় খালে গোসল করতে গিয়ে ইমন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপর সাড়ে ১২টায় উপজেলার বানারীপাড়া সদর ইউনিয়নের জম্ভদ্বীপ গ্রামের ব্যবসায়ী মজনু বেপারীর ছেলে ইমন (২০) বাড়ি সংলগ্ন খালে গোসল করতে যায়।

এ সময় সে সাতার কাটতে গিয়ে জম্ভদ্বীপ খালের মধ্যে ডুবে যায়। স্থানীয়রা তাকে ডুবে যেতে দেখে খাল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার মো.জাহিদুজ্জামান তাকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে ওসি (তদন্ত) মো. ফারুক খান বলেন, সাতার কাটতে গিয়ে ওই যুবকের মৃতু হয়েছে বলে তারা প্রাথমিক ভাবে জানতে পেরেছেন। তবে এ ব্যপারে এখনও তার পরিবার’র পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি বলেও তিনি জানান।