খােলা বাজার২৪। শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮: শুক্রবার ১৬ মার্চ ২০১৮ অপরাহ্নে, মহাখালীতে অবস্থিত পার্টির চেয়ারম্যান কার্যালয়ে পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বীর প্রতীক এরে সভাপতিত্বে মহাসচিব এম এম আমিনুর রহমান এর সঞ্জালনায় বাংলাদেশ কল্যাণ পার্টির জরুরী য়ৌথসভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই সভাপতির বক্তব্যে বিশ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা, সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বীর প্রতীক বলেন বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতে এবং রাজনৈতিক ভাবে বিতর্কিত করতে এবং নির্বাচনে অংশগ্রহন থেকে বিরত রাখার জন্য সাজানো মামলার মাধ্যমে দণ্ডিত করা হয়েছে। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন গণতন্ত্র টিকিয়ে রাখার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি অপরিহার্য। অবিলম্বে দেশনেত্রী বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন ।সভায় সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়, বিএনপি চেয়ারপার্সন ও ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পরিচালিত সকল প্রকার শান্তিপুর্ন কর্মসূচীতে অতীতের মতো কল্যাণ পার্টির অংশগ্রহণ অব্যাহত থাকবে।
জেনারেল ইবরাহিম বলেন, কল্যাণ পার্টি নির্বাচনমুখী দল; আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করতে ইচ্ছুক দলের প্রার্থীদেরকে নিজ নিজ নির্বাচনী এলাকায় কার্যক্রম বেগবান করতে নির্দেশ দেন। তবে অবশ্যই, জোটের প্রধান শরীকের সঙ্গে সামঞ্জস্য রেখে, কল্যাণ পার্টি নির্বাচনমুখী চিন্তা ও পদক্ষেপ গ্রহণ করবে।
সভায় উপস্থিত ছিলেন পার্টির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ড. ইকবাল হাসান মাহমুদ, ফোরকান ইবরাহিম, কাহির মাহমুদ এফসিএ, মুক্তিযোদ্ধা এড. আজাদ মাহবুব, এম ইলিয়াস, ভাইস চেয়ারম্যান এড. বনি আমীন, সৈয়দ মুহাম্মদ নজরুল ইসলাম যুগ্ম মহাসচিব নুরুল কবির ভুইয়া পিন্টু, আল আমিন ভুইয়া রিপন, প্রধান সাংগঠনিক সম্পাদক সোহেল মোল্লা অর্থ বিষয়ক সম্পাদক এড. মনিরুল ইসলাম সরকার, মহানগর সভাপতি আলী হোসাইন ফারায়েজী যুব কল্যাণ পার্টির সভাপতি জুবায়েরুল হক ভুইয়া নাহিদ, সাধারন সম্পাদক এড. মাহমুদুল হাসান, ছাত্র কল্যাণ পার্টির সধারণ সম্পাদক শেখ এনামুল হাসান তানিম সহ প্রমুখ