খােলা বাজার২৪। শনিবার, ১৬ মার্চ ২০১৮ : নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলার গোয়েন্দা শাখার সাহসিকতার ১জন আটক ২ হাজার পিছ ইয়াবা উদ্বার। জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) রূপনের নেতৃত্বে কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী ছাত্তার (৫০) নামের একজন কে আটক করে।
ডিবির এস আই রূপন জানান ছাত্তারের কাছ থেকে ২ হাজার পিছ ইয়াবা পাওয়া গেছে। অবস্থা বেগতিক দেখে স্থানীয় সাক্ষি ছাড়াই তারা তাদের মাইক্রোবাস নিয়ে স্থান ত্যাগ করে। ঘটনাটি ঘটেছে আজ বেলা অনুমান ৩ টার দিকে। স্থানীয় ও ডিসি আদালতে আসা বিভিন্ন শ্রেনীর সাধারন মানুষ বলেন ছাত্তার একজন পুরাতন মাদক ব্যবসায়ী। এই সময় ডিবির এস আই রূপনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই মাদক ব্যবসায়ীর কারণে দেশের যুব সমাজ এখন ধ্বংসের মুখে। তাই আমরা গোপন সংবাদের মাধ্যমে তাকে আটক করতে আমরা সক্ষম হয়েছি।
তিনি আরো বলেন যে, ছাত্তারের কাছ থেকে আমরা ২ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছি। পরবর্তীতে ইয়াবা ব্যবসায়ী ছাত্তারের কাছ থেকে জিজ্ঞাসাবাদে আমরা আরো অনেক অজানা তথ্য পেতে পারি। অপর দিকে এই গোয়েন্দা শাখা রূপনের নরসিংদী জেলার মাদকের প্রতি তৎপর থাকায় অধিকাংশ কুখ্যাত মাদক ব্যবসায়ীরা গা ডাকা দিয়েছে বলে জানান এলাকাবাসী। বর্তমানে নতুন পুলিশ সুপার আসাতে আমাদের নরসিংদী জেলাতে মাদকের প্রতি জিরো টলারেন্সে কাজ করবে বলে আশা করছি।