খােলা বাজার২৪। শনিবার, ১৭ মার্চ ২০১৮ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৯৯ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ (১৭ মার্চ ২০১৮) হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এর উদ্যোগে দেশব্যাপী হামদর্দের সকল চিকিৎসা ও বিক্রয়কেন্দ্রে গরীব, দুঃস্থ ও অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়। হামদর্দ প্রধান কার্যালয়ে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এর মোতাওয়াল্লী ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন ভূঁইয়া রাসেল।
এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এর পরিচালক অর্থ ও হিসাব মোঃ আনিসুল হক-এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক বিপনন হাকীম সাইফ উদ্দিন মুরাদ ভূঁইয়া, হামদর্দ পাবলিক কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সাদেকুর রহমান মজুমদার এবং হামদর্দের কর্মকর্তা, চিকিৎসক ও কর্মচারীবৃন্দ।