খােলা বাজার২৪। শনিবার, ১৭ মার্চ ২০১৮ : বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মহা নায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও শিশু দিবসে গভীর শ্রদ্ধাঞ্জলী এবং দেশের সকল শিশুসহ দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটর ও এন.আর.বি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান- নিজাম চৌধুরী।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের চিরন্তন প্রেরণার উৎস। তাঁর জন্ম হয়েছিল বলেই আজ আমরা স্বাধীন দেশে বসবাস করতে পারছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি পাকিস্তানের প্রভুত্ব, শোষণ, বঞ্চনা, নির্যাতন, পরাধীনতা হতে মুক্তি পেয়েছিল, বাঙালি অর্জন করেছিল স্বাধীন-সার্বভৌম একটি দেশ, নিজেদের জন্য একটি রাষ্ট্র। বঙ্গবন্ধু কেবল বাঙালি জাতির নন, তিনি বিশ্বে নির্যাতিত, নিপীড়িত ও শোষিত মানুষের স্বাধীনতার প্রতীক। তিনি আরো বলেন, জাতির পিতার অসামান্য ত্যাগ, নির্ভীকতা, অপূর্ব সাংগঠনিক ক্ষমতা এবং মহানুভব হৃদয় তাঁকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিতে রূপান্তরিত করেছে, আর একারণেই বাঙালি তাঁকে ভালোবাসা, শ্রদ্ধা, কৃতজ্ঞতায় উপাধি দিয়েছিল জাতির পিতা, বঙ্গবন্ধু।
তাঁর কর্ম ও আদর্শ চিরকাল আমাদের মাঝে বেঁচে থাকবে। । তাই জাতির পিতার মত শিশুদের মনে দেশপ্রেম জাগ্রত করে তাদের ব্যক্তিত্ব গঠন, সৃজনশীলতার বিকাশ এবং আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে। তাদের বাংলাদেশ ও জাতির পিতার সংগ্রামী জীবনের প্রকৃত ইতিহাস জানাতে হবে। নিজাম চৌধুরী মহান আল্লাহর কাছে জাতির পিতার বিদেহী আত্মার মাগফেরাত এবং আগামীদিনের কর্ণধার শিশু-কিশোরদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।