খােলা বাজার২৪। শনিবার, ১৭ মার্চ ২০১৮ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস উপলক্ষে ১৭ মার্চ ২০১৮, শনিবার ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার জন্মদিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরস-এর চেয়ারম্যান আরাস্তু খানের নেতৃত্বে, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আব্দুল মতিন, অডিট কমিটির চেয়ারম্যান ড. মো. জিল্লুর রহমান, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান হেলাল আহমদ চৌধুরী, পরিচালক মো. জয়নাল আবেদীন, মো. মিজানুর রহমান, প্রফেসর ড. কাজী শহীদুল আলম ও সৈয়দ আবু আসাদ এবং ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ মুনিরুল মওলা ব্যাংকের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মু. শামসুজ্জামানসহ ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টরগণ, ঊর্ধতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।