Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। সোমবার, ১৯ মার্চ ২০১৮ :  নিদাহাস ট্রফিতে ভারতের বিপক্ষে ফাইনালে শেষ বলে স্বপ্ন ভঙ্গের বেদনা নিয়ে নিহাদাস ট্রফি শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল।শ্রীলঙ্কান ‍‌এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেলা সাড়ে ১১ টার কিছু সময় পর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ দলের খেলোয়াড়দের বহনকারী বিমানটি।

স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ও ভারতকে নিয়ে ত্রিদেশীয় এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করেছিল শ্রীলঙ্কা। সিরিজে দুর্দান্ত খেলে ফাইনাল অব্দি যায় টাইগাররা। গ্রুপ পর্বে কোনো ম্যাচে ভারতকে হারাতে না পারলেও দুই ম্যাচেই শ্রীলংকাকে হারায় বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচে ২১৫ রান তাড়া করে টাইগারদের জয় এনে দেন মুশফিক আর অলিখিত সেমিতে বাংলাদেশকে ১৭ বলে ৪৩ রান করে দারুণ আরেকটি জয় উপহার দেন মাহমুদউল্লাহ।

ফলে জায়গা করে নেয় ফাইনালে। স্বপ্নপূরণের খুব কাছাকাছি চলে গিয়েছিল বাংলাদেশ। শেষ দুই ওভারে ভারতের দরকার ছিল ৩৫ রান। ১৯ তম ওভারে পাল্টে যায় দৃশ্যপট। রুবেল হোসেন এক ওভারেই ২৩ রান দিয়ে বসেন। তবুও আশা বেঁচে ছিল। শেষ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ১২ রান। ওকেশনাল বোলার সৌম্য সরকার বোলিংয়ে এসে জয়ের আশা বাচিয়ে রাখেন। একপর্যায়ে সমীকরণ এমন দাঁড়ায় যে, শেষ বলে দরকার ৫ রান। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে ম্যাচে শেষ বলে ছক্কা হাঁকিয়ে টাইগারদের কাঁদালেন দিনেশ কার্তিক। তার দুর্দান্ত এক ইনিংসে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে নিদাহাস ট্রফির শিরোপা নিজেদের করে নিয়েছে ভারত।

উল্লেখ্য, গত ৪ মার্চ টুর্নামেন্টে অংশ নিতে ঢাকা ছেড়েছিল বাংলাদেশ দল।