Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। সোমবার, ১৯ মার্চ ২০১৮ : দেড় মাসের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আবার কমল। এবারে ভরিপ্রতি দাম কমেছে এক হাজার ২৮৩ টাকা থেকে ৯৯১ টাকা পর্যন্ত। এ দাম কার্যকর হবে সোমবার থেকে।

এর আগে চলতি বছরের ২৫ জানুয়ারি স্বর্ণের দাম বেড়েছিল।

রোববার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে দাম কমার এ তথ্য জানিয়েছে।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৫০ হাজার ৯৭২ টাকায়। গত ২৫ জানুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত এ মানের স্বর্ণ ভরিপ্রতি বিক্রি হয় ৫২ হাজার ২৫৫ টাকায়। অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে এক হাজার ২৮৩ টাকা কমছে। ২১ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম নির্ধারণ করা হয়েছে ৪৮ হাজার ৬৯৮ টাকা। বর্তমানে এ মানের স্বর্ণের বিক্রয় মূল্য ৪৯ হাজার ৯২২ টাকা; অর্থাৎ ভরিতে 
দাম কমেছে এক হাজার ২২৪ টাকা।

সোমবার থেকে ১৮ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ৪৪ হাজার ৬৭৩ টাকার বদলে বিক্রি হবে ৪৩ হাজার ৬৪৩ টাকায়। এ মানের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৩০ টাকা কমেছে।

আর সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি ২৭ হাজার ৪১০ টাকার পরিবর্তে বিক্রি হবে ২৬ হাজার ৪১৯ টাকায়। অর্থাৎ ভরিতে দাম কমেছে ৯৯১ টাকা।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমায় দেশের বাজারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে বাজুস সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এদিকে, স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২১ ক্যাডমিয়ামের প্রতিভরি রুপার বিক্রয়মূল্য এক হাজার ৫০ টাকায় অপরিবর্তিত রয়েছে।