খােলা বাজার২৪। সোমবার, ১৯ মার্চ ২০১৮ : সম্প্রতি চুরির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। ভিডিওটি শেয়ার করেছে অস্ট্রেলিয়ার পুলিশ। সেখানে দেখা যায়, দু’জন ছিঁচকে চোর একটি বাড়িতে ঢোকার চেষ্টা করছে। কিন্তু দরজার তালায় হাত না দিয়ে তারা কুকুরের প্রবেশ পথকে বেঁছে নেয়।
এ ব্যাপারে দণি অস্ট্রেলিয়ার পুলিশ বলছে, ঘটনাটি শেষ রাতের দিকে ধারণ করা। রাত প্রায় ৪টার দিকে চোর দু’জনে উইলকক্স এভিনিউতে অবস্থিত বাড়িতে প্রবেশ করে। এরপর চোরেরা ওই বাড়ি থেকে মানিব্যাগ ও ফোন নিয়ে যায়।
ভিডিওটি শেয়ারের সময় অস্ট্রেলিয়ার পুলিশ জানায়, দৃশ্যটি গত ১৯ জানুয়ারি বাড়িটির সিসি ক্যামেরায় ধারণ হয়। কিন্তু মাস পেরিয়ে গেলেও তাদের ধরা সম্ভব হয়নি। ফলে সাধারণ জনগণকে সাবধান করার পাশাপাশি চোরদের খুঁজে পেতে সবার সাহায্য চাওয়া হয় ভিডিওটিতে। ইন্টারনেট।