খােলা বাজার২৪। সোমবার, ১৯ মার্চ ২০১৮ : ১৮ মার্চ ২০১৮ ফেইমল্যাব সায়েন্স কমিউনিকেশন কম্পেটিশন-এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব গ্র্যান্ডস কমিশন অব বাংলাদেশ এর চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।
অনুষ্ঠানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী , ব্রিটিশ কাউন্সিলের ডিপুটি ডিরেক্টর এন্ড্রিও নিউটন, বনিক বার্তা এর এডিটর জনাব দেওয়ান হানিফ মাহমুদ, ব্রিটিশ কাউন্সিলের পার্টনার মেনেজম্যান্ট এর ইন চার্জ তানজিম ফেরদৌস, হেড আব কালচারাল সেন্টার সারওয়াত মাসুদা রেজা, কালচারাল সেন্টারের প্রধান মিস সারওয়াত মাসুদা রেজাসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
চুড়ান্ত প্রতিযোগিতার অনুষ্ঠিত হবে ১২ই এপ্রিল, ২০১৮। বাংলাদেশ পর্বে বিজয়ী প্রতিযোগী ৫-১০ জুন, ২০১৮ তারিখে যুক্তরাজ্যে অনুষ্ঠেয় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।