খােলা বাজার২৪। সোমবার, ১৯ মার্চ ২০১৮ , তারাগঞ্জ প্রতিনিধি : রংপুর জেলার তারাগঞ্জ উপজেলাধীন ৫নং সয়ার ইউনিয়নের সয়ার চাকলার পার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ মিজানুর রহমানের নিজ অর্থায়নে সকল ছাত্র/ছাত্রীদের প্রত্যেককে একটি করে টিফিন বক্স বিতরন করা হয়।
সভাপতির মহতী এই উদ্যোগপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ রমিতা ইসলাম। প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীদের অভিভাবকগণ সহ স্থানীয় সুধীজন উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন।
উক্ত টিফিন বক্স বিতরনী অনুষ্ঠান শেষে দ্বিতীয় পর্বে স্বাস্থ্য সচেতনতার লক্ষে ছাত্র/ছাত্রীদের রক্ত পরীক্ষা ও শারীরিক শিক্ষা মুলক বিভিন্ন আলোচনার মাধ্যমে কর্মসূচী সমাপ্ত হয়।